বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী সরকার কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
জামালপুর জেলা শ্রমিক লীগ ও জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন-৮২২ এর
যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর পিতা বীর মুক্তিযাদ্ধা আশরাফ আলী সরকার এর রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা নামাজ আজ সকাল ১১ টায় বিএডিসি মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী ছিলেন অকুতোভয় একজন সৈনিক। এই দেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিতি করার মানসে ১৯৭১ সালে সংগঠিত মুক্তিযুদ্ধে অন্যান্যদের সাথে তিনিও সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছেন।মহান এই বীর মুক্তিযোদ্ধার অবদান যুগ যুগ স্মরণীয় হয়ে থাকবে।
জানাযার নামাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ জেলা আওয়ামীলীগ সহ অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা সহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, শ্রমিক নেতৃবর্গ,সাংবাদিক বৃন্দ ও জেলাবাসী।
এসময় শ্রমিক নেতা ছানোয়ার হোসেন ছানু তাঁর পরিবারের পক্ষ থেকে জানাজায় অংশ গ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন