ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
জামালপুর সদর উপজেলা ও পৌর শাখা ওলামা দলের কর্মী সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি গঠিত
এ,এস,পলাশ,

জাতীয়তাবাদী ওলামাদল জামালপুর সদর উপজেলা ও পৌর শাখার কর্মী সম্মেলন ১৮ সেপ্টেম্বর শনিবার বিকেলে সরদারপাড়া আরাফাত রহমান কোকো স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মী সম্মেলন শেষে জামালপুর সদর উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি হস্তান্তর করেন  অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।

সদর উপজেলা ওলামাদলের কমিটিতে  আলহাজ্ব হাফেজ মোঃ নাছির উদ্দীনকে সভাপতি ও মাওলানা মাসউদুর রহমান কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

অপরদিকে পৌর শাখার কমিটিতে মাওলানা আব্দুল ওয়াদুদকে সভাপতি এবং  ইঞ্জিনিয়ার হাফেজ কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। এ কমিটি অনুমোদন দেন জেলা ওলামাদলের আহবায়ক মাওলানা মোঃ গোলাম রব্বানী ও সদস্য সচিব মোঃ আব্দুর রহিম রাশেদী।

সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক গাউসুল আজম শাহীন।

 

x