ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
জামালপুরে আরো ৯ জনের করোনা শনাক্ত
এ,এস,পলাশ, জামালপুর
জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬৪ টি নমুনা পরীক্ষায় ৯ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে RA টেস্টে ৭ টি নমুনা পরীক্ষায় ০ জন অর্থাৎ মোট ১৭১ টি নমুনা পরীক্ষায় আরও মোট ৯ জন (জামালপুর সদর- ৫ জন, মাদারগঞ্জ- ২ জন, সরিষাবাড়ী- ১ জন ও দেওয়ানগঞ্জ- ১ জন) কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।
সর্বমোট সংক্রমণ শনাক্ত ৫০৮৬ জন।
সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্তঃ
জামালপুর সদর- নয়াপাড়া, কেন্দুয়া, মিয়াপাড়া, কাছারীপাড়া ও মুকুন্দবাড়ী।
মাদারগঞ্জ- চর চাঁদপুর ও রায়েরছড়া।
সরিষাবাড়ী- আরামনগর।
দেওয়ানগঞ্জ- দেওয়ানগঞ্জ।
সর্বশেষ সুস্থ ৪ জন (জামালপুর সদর- ১ জন, মেলান্দহ- ২ জন ও ইসলামপুর- ১ জন)।
সর্বমোট সুস্থ ৪৯১৬ জন।
সর্বশেষ মৃত্যু ০ জন।
সর্বমোট মৃত্যু ৯৩ জন।
সর্বশেষ রেফার্ড ০ জন।
মোট রেফার্ড ৪১ জন।
সর্বশেষ নমুনা সংগ্রহ- ৭৫ টি।
সর্বমোট নমুনা সংগ্রহ- ৩৭৬৪৪ টি।
x