ঢাকা, মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন
পর্তুগালে সুনামগঞ্জ জেলা এসোসিয়েশনের ২৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
সুনামগঞ্জ জেলা এসোসিয়েশন নতুন কমিটি আত্মপ্রকাশ উপলক্ষে এক সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার রাত ৮ ঘটিকার সময় পর্তুগালের ফুড গার্ডেন রেস্টুরেন্টে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আব্দুস সালাম তালুকদারের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি এস এম জুয়েল আহমেদের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট আইনজীবী সংগঠনের উপদেষ্টা এডভোকেট নুরুল আবেদীন, আব্দুল মমিন শানুর, শামীম আহমদ, পর্তুগাল আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা মুজাক্কির আহমদ, আসাদুজ্জামান শ্যামল, ফখরুল ইসলাম, আব্দুল আলিম, কবির আহমদ,হাবিবুর রহমান, শহিদুর রহমান চৌধুরী, মুর্শেদ আহমাদ প্রমুখ।
সর্বসম্মতি ক্রমে মোহাম্মদ আমিরুল হককে সভাপতি ও মাসুম খানকে সাধারণ সম্পাদক করে সুনামগঞ্জ জেলা এসোসিয়েশন কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অনান্যরা হলেন, যুগ্ন সাধারণ সম্পাদক রাসেল আহমদ ও আবু তালেব, অর্থ সম্পাদক উমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আবু ইফতাক, মো: পরাগ, মোঃ আব্দুল লতিফ, সাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ, এনাম ইসলাম, রিপন আহমদ। এসময় ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুস সালাম তালুকদার, নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ আমিরুল হক, সাধারণ সম্পাদক মাছুম খান সহ ২৫১ সদস্যের দুই বছর মেয়াদী কমিটি আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন সভাপতি।
x