আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) ইসলামপুর থানাধীন সভুকুড়াস্থ দারুত তাক্বওয়া মহিলা মাদ্রাসা পরিদর্শন করেন জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।
এসময় পুলিশ সুপার মাদ্রাসা সংশ্লিষ্ট ও স্থানীয় দের সাথে উক্ত স্পর্শকাতর নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে আলোচনা করেন। মাদ্রাসাটির প্রতিষ্ঠাকাল হতে অদ্যবধি সকল কার্যক্রম পর্যালোচনা করেন।
উল্লেখ্য যে, তিন ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় ভিকটিম মোছাঃ মনিরা আক্তারের পিতা মোঃ মনোয়ার হোসেন বাদী হয়ে ইসলামপুর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ১০(১) ধারায় মামলা করেন।পরে পুলিশি তৎপরতায় ভিকটিমদের কে উদ্ধার করে আদালতের মাধ্যমে অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়। উক্ত মামলায় গ্রেফতারকৃত মাদ্রাসার চার শিক্ষকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।