ঢাকা, সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩২ অপরাহ্ন
বাংলাদেশ ছাএলীগ জামালপুর শহর শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
এ,এস,পলাশ
আজ  শনিবার সকালে শহরের মির্জা আজম অডিটরিয়ামে  বাংলাদেশ ছাএলীগ জামালপুর শহর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শহর ছাত্রলীগের আহ্বায়ক জুয়েল মিয়ার সভাপতিত্বে ও যুগ্মআহবায়ক জালাল আহম্মেদ হৃদয়ের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ ও প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন।
  শহর ছাএলীগের সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফারুক আহাম্মেদ চৌধুরী, সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন  প্রমুখ।
এছাড়াও জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ছাএলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
x