বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, কালের কন্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক ইনামুল হক চৌধুরী, বাংলা নিউজের সম্পাদক জুয়েল মাজহার, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক সাইদুর রহমান রিমনসহ সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে জামালপুর প্রেসক্লাব।
৩০ আগস্ট সোমবার দুপুরে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা, এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি লুৎফর রহমানের সঞ্চালনায় প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাভিশনের জেলা প্রতিনিধি জাহিদ হাবিব, চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মোস্তফা মনজু, বাংলারচিঠিডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি কাফী পারভেজ, দৈনিক সচেতন কণ্ঠের সম্পাদক বজলুর রহমান, সময় টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, জামালপুর প্রতিদিনের নির্বাহী সম্পাদক মজনু মোল্লা, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এলান, ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খাদেমুল হক বাবুল, মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি হাজী আবুল হাসেম, বকশীগঞ্জ প্রেসক্লাবের সদস্য গোলাম রব্বানী নাদিম, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সত্য কথা লিখলেই কিছু অসাধু চক্র ঈর্ষান্বিত হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দেয়, তাদের নির্যাতন করা হয়। ওই অসাধু ব্যক্তিদের কুকর্ম ঢাকতেই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করে। অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে হুইপ শামসুল হক চৌধুরীর দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলাসহ সারাদেশে সকল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিক নেতারা।