করোনা সচেতনতায় ৩০ হাজার মাস্ক বিতরণ করলেন আওয়ামীলীগ নেতা জুয়েল
করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিনা মূল্যে ৩০ হাজার পিস মাস্ক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সারাদিন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এবং বিমানবন্দর থানা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাকির হাসান জুয়েল এর ব্যক্তিগত উদ্যোগে এ মাস্ক বিতরণ করা হয়।
এসময় জামালপুর পৌরসভা, জামালপুর প্রেসক্লাব, জামালপুর সদর উপজেলা মডেল মসজিদ, মেলান্দহ মসজিদসহ বেশ কয়েকটি ঈদগাঁ মাঠে এ মাস্ক বিতরণ করা হয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউ রোধে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎসব পালন করার আহ্বান জানান বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এবং বিমানবন্দর থানা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাকির হাসান জুয়েল।