ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
করোনা সচেতনতায় আওয়ামীলীগ নেতা জুয়েলের ৩০ হাজার মাস্ক বিতরণ
জামালপুর

করোনা সচেতনতায় ৩০ হাজার মাস্ক বিতরণ করলেন আওয়ামীলীগ নেতা জুয়েল

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিনা মূল্যে ৩০ হাজার পিস মাস্ক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সারাদিন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এবং বিমানবন্দর থানা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাকির হাসান জুয়েল এর ব্যক্তিগত উদ্যোগে এ মাস্ক বিতরণ করা হয়।

এসময় জামালপুর পৌরসভা, জামালপুর প্রেসক্লাব, জামালপুর সদর উপজেলা মডেল মসজিদ, মেলান্দহ মসজিদসহ বেশ কয়েকটি ঈদগাঁ মাঠে এ মাস্ক বিতরণ করা হয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউ রোধে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎসব পালন করার আহ্বান জানান বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এবং বিমানবন্দর থানা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাকির হাসান জুয়েল।

x