পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে জামালপুর শহরের ডাকপাড়া চৌ- রাস্তা মন্ডল মোড় নুরুল হক কাচা বাজার মাঠে বিরাট গরু/ ছাগলের হাটের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ১৩ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় গরু ছাগলের হাটের শুভ উদ্বোধন করেন জামালপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর পৌরসভার মানবিক মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু।
উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ জামালপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি ও গরু হাট পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান ছানা, জাতীয় পার্টি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও গরু হাট পরিচালনা কমিটির সাধারণত সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন খান,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সুরুজ্জামান,সোনালী ব্যাংক লিমিটেড জামালপুর জেলা শাখার সাবেক ডিজিএম ও সমাজ সেবক আলহাজ্ব এস এম আব্দুল জলিল, প্রথম সারীর ঠিকাদার এস এম মোজাম্মেল হক সহ প্রমুখ।
অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন গরুর হাট পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌরসভার সম্মানিত কাউন্সিলর জনাব ফজলুল হক আকন্দ।