ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
জামালপুরে পরিবহন শ্রমিকদের মাঝে  এাণসামগ্রী বিতরণ
আবু সাঈদ পলাশ,জামালপুর
কভিড-১৯ করোনা মহামারীতে গত ১ জুলাই থেকে দেশব্যাপী শুরু হওয়া কঠোর লকডাউনে জামালপুর জেলায় কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া এাণসামগ্রী বিতরণ করা হয়।
গত ১১ জুলাই জামালপুর জেলা প্রশাসনের মাধ্যমে ও জেলা পরিষদের সহযোগিতায় জামালপুর জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন-৮২২ এর প্রায় ১৪০০ শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া এই এাণসামগ্রী বিতরণ করা হয়।পরিবহন শ্রমিকদের জনপ্রতি ১০ কেজি চাউল,২ কেজি আলু সহ নগদ ২০০ টাকা করে প্রদান করা হয়।
পরিবহন শ্রমিকদের মাঝে এই এাণসামগ্রী বিতরণের সময় জামালপুর জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন-৮২২ এর সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা বাবলা, সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনার উপহার হিসেবে দেওয়া এানসামগ্রী পেয়ে জামালপুর পরিবহন শ্রমিকরা খুশী হয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
x