ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন
সরিষাবাড়ীতে গৃহবধূর লাশ উদ্ধার
মোস্তাফিজুর রহমান, সরিষাবাড়ী

জামালপুরের সরিষাবাড়ীতে স্বামীর পরিবারের সদস্যদের  উপর অভিমান করে কীটনাশক বিষ পানে সোমা আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্নহত্যা করেছে। শুক্রবার (২ জুলাই) রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের চর হরিপুর গ্রাম থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে শনিবার সকালে লাশের ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। গৃহবধূ সোমা আকতার উপজেলার ভাটারা ইউনিয়নের একই গ্রামের গোলাম রব্বানির মেয়ে বলে জানা যায়। নিহতের ঘটনায় গৃহবধূ সোমা আক্তারের বড় ভাই জুয়েল মিয়া বাদী হয়ে নিহতের স্বামী আল আমীন(৩০),শ্বশুর রহম মন্ডল(৫৫) ও শাশুড়ী ময়না বেগম(৫০) সহ ৩ জনকে আসামী করে সরিষাবাড়ী থানায় আত্নহত্যার প্ররোচনা প্রদানের অপরাধের অভিযোগ এনে শুক্রবার (২ জুলাই) রাতে মামলা দায়ের করেছে।

মামলার এজাহার,  নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে,নিহত গৃহবধূ সোমা আক্তারের সাথে ৪ বছর পূর্বে  উপজেলার ভাটারা ইউনিয়নের চর হরিপুর গ্রামের রহম মন্ডলের ছেলে আল আমীন এর সাথে বিয়ে হয়। আল আমীন, চর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক পদে কর্মরত। আল আমীন মাদক সেবন ও জুয়া খেলায় জডিত থাকায় এ নিয়ে স্বামী-স্ত্রী ও শ্বশুর শাশুড়ীর মধ্যে ঝগড়া বিবাদ অব্যাহত থাকায় স্বামীর পরিবারের সদস্য  কর্তৃক শুক্রবার (২ জুলাই) চর থাপ্পড় দেয়া হয়  গৃহবধূ সোমা আক্তারকে।  চড় থাপ্পড় ও গালমন্দের অপমান সহ্য করতে না পেরে কীটনাশক বিষ পান করে গৃহবধূ সোমা আক্তার আত্নহত্যার পথ বেছে নেয়।

One response to “সরিষাবাড়ীতে গৃহবধূর লাশ উদ্ধার”

  1. … [Trackback]

    […] Find More here on that Topic: doinikdak.com/news/31957 […]

Leave a Reply

Your email address will not be published.

x