ঢাকা, সোমবার ০৬ মে ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন
জামালপুরে বজ্রপাতে পাঁচজন নিহত
অনলাইন ডেস্ক

জামালপুরের বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় বজ্রপাতে এক নারীসহ পাঁচজন প্রাণ হারিয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন বকশীগঞ্জ উপজেলার পূর্ব কলকীহারা গ্রামের মফিজল হকের ছেলে কৃষক হরবাদশা মিয়া (৫০), একই গ্রামের আবদুল খালেকের স্ত্রী আকিজা বেগম (৩০), ভাটি কলকীহারা গ্রামের কালা মিয়ার ছেলে খলিলুর রহমান (৫৫), দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া গ্রামের আবেল মিয়ার ছেলে আনা মিয়া (১৫) ও মেলান্দহ উপজেলার কাজিম উদ্দিনের ছেলে তাজেল মন্ডল (৪০)। তাঁরা সবাই ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় নদীতে গোসল করা অবস্থায় হরবাদশা মিয়া, বাড়ির কাছের খেত থেকে ধান সংগ্রহ করার সময় আকিজা বেগম ও ধানখেতে কাজ করার সময় খলিলুর রহমানের মৃত্যু হয়।

একই সময় দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী এলাকায় রাজমিস্ত্রির কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন আনা মিয়া। এ সময় তিনি বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আজ শুক্রবার বিকেলে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া এলাকার কৃষক তাজেল মন্ডল বাইরে কাজ করা অবস্থায় বজ্রপাতে মারা যান।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বজ্রপাতে তিনজনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা বিপুল মিয়াও বজ্রপাতে এক রাজমিস্ত্রির মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published.

x