ঢাকা, সোমবার ০৬ মে ২০২৪, ০৮:৪৩ অপরাহ্ন
জামালপুর বিএনপির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন
অহাসান আহাম্মেদ সুজন, জামালপুর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, আলোচনা সভা -দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ মধ্যে দিয়ে শাহাদাৎ বার্ষিকী উদযাপিত হয়েছে।

৩০ মে রোববার সারাদিন ব্যাপী স্থানীয় নিরালা পার্কিং সংলগ্ন জেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে এ কর্মসূচীর আয়োজন করেন জামালপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।

জেলা বিএনপির সহসভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা – দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য খন্দকার বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান,  সহসভাপতি আনিছুর রহমান বিপ্লব, কাজী মসিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক  মাজেদুল ইসলাম সাত্তার, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আঃ বারেক, ও শহর বিএনপির সভাপতি মোশারফ হোসেন খান, সদস্য আব্দুর রহমান, আনিছুর রহমান আনিছ প্রমুখ।

অন্যান্যর মধ্যে শহর বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, সহসাংগঠনিক সম্পাদক আসলাম মিয়া,সদস্য ওবায়দুল্লাহ, নুর ইসলাম, আবু হোসেন, আজাদ, রসিদ, প্রচার সম্পাদক মামুনুর রশীদ মামুন,  শহর যুবদলের আহবায়ক সফিকুল ইসলাম সফিক, সদস্য সচিব জিয়াউল হক জিয়া, জেলা  যুবদলের সহসাধারণ সম্পাদক তাইফুল ইসলাম,আসাদুজ্জামান আসাদ, সহসাংগঠনিক সম্পাদক আহসানউল্লাহ বুলবুল, সহ শ্রম বিষয়ক সম্পাদক রেজাউল করিম নীলু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মুখলেছুর রহমান,পল্লী উন্নয়ন সমবায় বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম,সহ সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম, সদস্য আব্দুল কাদের জুয়েল, আব্দুল জব্বার,মোকলেছুর রহমান, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য গীতা রানী সরকার, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শান্ত, জেলা কৃষক দলের সাবেক সহসভাপতি আবুল কাশেম,যুগ্ম সাধারণ সম্পাদক আজগর আলী, জহুরুল ইসলাম দুলাল, সাবেক সদস্য আনোয়ার হোসেন, সাদ্দাম হোসেন আলী, শহর যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, আলতাফ হোসেন মন্ডল,জেলা ছাত্রদলের সহসভাপতি শাহাদত হোসেন সাগর, শাহাদত হোসেন সবুজ,শহর ছাত্রদলের সাবেক সহসভাপতি রানা ম্যানসন,  পপেল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়,পরে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন।

3 responses to “জামালপুর বিএনপির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন”

  1. vigrxplus says:

    … [Trackback]

    […] Read More Info here to that Topic: doinikdak.com/news/20622 […]

  2. Możesz także dostosować monitorowanie dla niektórych aplikacji i natychmiast rozpocznie regularne przechwytywanie migawek ekranu telefonu. https://www.mycellspy.com/pl/tutorials/how-spy-app-remotely-monitor-someone-phone-activity/

  3. Ponieważ technologia rozwija się coraz szybciej, a telefony komórkowe są wymieniane coraz częściej, w jaki sposób tani, szybki telefon z Androidem może stać się zdalnie dostępnym aparatem?

Leave a Reply

Your email address will not be published.

x