ঢাকা, রবিবার ২৬ জানুয়ারী ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
সরিষাবাড়ীতে স্কুল পড়ুয়া ছাত্রের রহস্যজনক মৃত্যু
Reporter Name

মোস্তাফিজুর রহমান, সরিষাবাড়ী  প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে স্যামুয়েন বিশ্বাস (১৪) নামে এক  দশম শ্রেণীর ছাত্র গলায় ফাঁস দিয়ে  আত্মহত্যা করেছে বলে তথ্য পাওয়া গেছে।  মঙ্গলবার রাতে সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী এলাকায় এ ঘটনা ঘটে।শিক্ষার্থীর মৃত্যু নিয়ে এলাকায়  চলছে নানা গুঞ্জন ।

স্থানীয় ও ছাত্রের পরিবার সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী উত্তর এলাকায় এজি মিশন স্কুলের প্রধান শিক্ষকের  ছেলে সরিষাবাড়ী  আর ডি এম মডেল পাইলট স্কুলের  দশম শ্রেণীর ছাত্র স্যামুয়েন বিশ্বাসকে মঙ্গলবার সন্ধ্যার পর এজি মিশনের  একটি  কক্ষের মেঝেতে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন।পরে লাশ উদ্ধার করে সরিষাবাড়ী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া  হলে হাসপাতালের  কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিক্যার অফিসার সাহেদুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সরষিাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক  বলেন, শিক্ষার্থীর আত্মহত্যা সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়।  পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায়  ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

x