ঢাকা, রবিবার ২৬ জানুয়ারী ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন
সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন
Reporter Name

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর প্রতিনিধিঃ প্রথম আলো’র সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতনকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তিসহ তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে দ্রুত নিঃশর্ত মুক্তির দাবিতে জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৯ মে বুধবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপি জামালপুর প্রেসক্লাব রোডে এ মানববন্ধনের আয়োজন করেন জামালপুর প্রেসক্লাব।

জামালপুর প্রেসক্লাবের  সভাপতি চ্যানেল আই জেলা প্রতিনিধি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজ জেলা প্রতিনিধি লুৎফর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক সৈয়দ সদরুজ্জামান হেলাল বীর প্রতীক, মোস্তফা বাবুল, মোস্তফা মনজু,  নুরুল হক জঙ্গী, বজলুর রহমান, জাহাঙ্গীর সেলিম,জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন মিন্টু, কাফি পারভেজ, সাজ্জাদ আনসারী, আব্দুল আজিজ, মোখলেছুর রহমান, শওকত জামান, জুলফিকার জাহিদ হাবিব, সরিষাবাড়ি প্রেসক্লাবের পক্ষ থেকে কবি জাকারিয়া জাহাঙ্গীর, শীলা আহমেদ,  মেলান্দহ প্রেসক্লাবের হাজী আবুল হাসেম, পুতুল রাণী, শাহাবুল আকন্দ প্রমূখ।

সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রো মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এদিকে সাংবাদিক নির্যাতনকারীদের শাস্তি দাবিতে আগামীকাল সকাল ১১টায় জামালপুর প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছেন সাধারণ সম্পাদক লুৎফর রহমান। প্রেসক্লাব সভাপতি বিষয়টি নিশ্চিত করেছেন।

x