ইশরাত জান্নাতুল ইভা, জবি প্রতিনিধি: ২৫ এপ্রিল ২০২১ রোজ, রবিবার Institutional Quality Assurance Cell (IQAC), জগন্নাথ বিশ্ববিদ্যালয় আয়োজিত ফার্মেসী বিভাগের ভার্চুয়াল Workshop on Curriculum & Accreditation সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়।
উক্ত Workshop -এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
Workshop এ Resource Person হিসেবে উপস্থিত ছিলেন IQAC -এর পরিচালক এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুল আলম খান এবং IQAC-এর অতিরিক্ত পরিচালক এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাজিনা সুলতানা। Moderator হিসেবে উপস্থিত ছিলেন IQAC, -এর অতিরিক্ত পরিচালক এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আইন-উল হুদা।
Workshop এ আরো উপস্থিত ছিলেন ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. জেড. এম. রুহুল মোমেন, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান সহ বিভাগের সকল শিক্ষকবৃন্দ।
… [Trackback]
[…] Read More to that Topic: doinikdak.com/news/9987 […]