ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
সোমবার ৯ পৌরসভা ও ১৬১ ইউনিয়নে ব্যাংক বন্ধ
অনলাইন ডেস্ক

আগামী সোমবার (২০ সেপ্টেম্বর) ৯ পৌরসভা ও ১৬১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ব্যাংক শাখা বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন-ডিওএস এ সংক্রান্ত্র একটি নির্দেশনা জারি করে সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, স্থগিত ৯টি পৌরসভা এবং ১৬১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে ২০ সেপ্টেম্বর ভোট গ্রহণের দিন নির্বাচনী এলাকাধীন যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সেসব স্থাপনায় ব্যাংকের কোনো শাখা ও উপশাখা থাকলে তা বন্ধ থাকবে।

একইসঙ্গে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন আপনাদের ব্যাংকের শাখা ও উপশাখায় কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হলো বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

 

x