রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২২১ জন নতুন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। নতুন রোগীদের মধ্যে ২১২ জন ঢাকায় এবং বাকি ০৯ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা দাঁড়াল এক হাজার ১৯০ জনে।
শুক্রবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে।
কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালে এক হাজার ৯৪ জন ও ঢাকার বাইরের হাসপাতালে আছে ৯৬ জন। চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ৪৭২ জন ছাড়িয়েছে। তাদের মধ্যে ছয় হাজার ২৫১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়াও আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।