ঢাকা, শনিবার ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের ৫০০তম সভা অনুষ্ঠিত
আহসানুর রহমান জীম

রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের ৫০০তম সভা ২১তম অভিষেক ও সেরা ক্লাব উৎসব অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং বর্ণাঢ্য কর্মসূচি, কেককাটা, ডিনার পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের ৫০০তম নিয়মিত সভা, ২১তম ক্লাব অভিষেক ও রোটার‌্যাক্ট সেরা ক্লাব উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৭আগস্ট ২০২১ ঢাকাস্থ মিরপুর ফোর-সি ক্লাসি চাইনিজ অ্রান্ড কনভেনশন কর্নারে এ ঊৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সেনা প্রধান ও সাবেক রাষ্ট্রদূত লেফটেন্যান্ট জেনারেল এম হারুন-অর-রশিদ বীর বিক্রম, (অব.) ও বিশেষ অতিথি ছিলেন অভিভাবক রোটারি ক্লাব অব ঢাকা পল্টনের প্রাক্তন সভাপতি ও পার্টনার ইন সার্ভিস কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রঞ্জিত কুমার পাল পিএইচএফ এবং রোটার‌্যাক্ট জেলা রিপ্রেজেন্টেটিভ-ডিআরআর মো. মোস্তাফিজুর রহমান। প্রোগ্রাম উপদেষ্টা ছিলেন রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও মডারেটর অধ্যাপক এস এম আলী আজম। প্রোগ্রাম চেয়ারম্যান ছিলেন রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের প্রাক্তন সভাপতি রোটার‌্যাক্ট রিজিয়নাল রিপ্রেজেন্টিভ-আরআর মো. নাবীর হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন ডিস্ট্রিক্ট রিপ্রেজেন্টেটিভ-পিডিআরআর মো. শাহাজ উদ্দিন ঢালী, ডিআরআর ইলেক্ট মো. আব্দুল কাইয়ুম খান, রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের প্রাক্তন সভাপতি রিয়াদুল হাসান রাসেল, শেখ মাসুদুল আলম, তোফায়েল আহমেদ তুহিন, মৌমিতা নওশিন সাথী, মো. হাসান আল মামুন, মো. ফরহাদ হোসেন বিপু, মো. সুমন সরকার প্রমুখ। অনুষ্ঠানে রোটার‌্যাক্ট ক্লাব ঢাকা কমার্স কলেজের প্রাক্তন সভাপতি মোহাম্মদ বোরহানুল ইসলাম, মো. নাহিদ মুন্সি, তানভির আহমেদ, মো. মিজানুর রহমান, প্রাক্তন সচিব তামিম ওয়াজির রাজিব, শাহাদাত হোসেন বাবলু, র্বোড মেম্বর ও ক্লাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট চিফ অ্যাডমিনিস্ট্রেটর শাহ শাফিউর জালাল শাফি, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সুজন মাহমুদ, রিফাত বাবু, এডিশনাল ডিস্ট্রিক্ট সেক্রেটারি হাসান শাহরিয়ার শাওন, ডিস্ট্রিক্ট ডিরেক্টরি কমিটির চেয়ারম্যান শেখ শাহারুখ ইসলাম, রোটার‌্যাক্ট রিজিয়নাল রিপ্রেজেন্টিভ মেহনাজ ফেরদৌস তাসফি ও মো. নাহিদ, জোনাল রিপ্রেজেন্টেটিভ মোস্তাফিজুর রহমান সানী ও পার্থ সারথি দাস এবং বিভিন্ন ক্লাবের সভাপতিবৃন্দ।

২১তম ক্লাব অভিষেক অনুষ্ঠানে রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের সদ্ প্রাক্তন সভাপতি মো. তরিকুল ইসলাম ক্লাবের বর্তমান সভাপতি শেখ আহসানুর রহমান জীমের নিকট সভাপতির কলার ও দায়িত্ব হস্তান্তর করেন। বর্তমান সভাপতি শেখ আহসানুর রহমান জীম ২০২০-২১ বর্ষের ক্লাব পরিচালনা পরিষদের পরিচয় করিয়ে দেন। বিগত বছরের কার্য প্রতিবেদন পেশ করেন ক্লাব সচিব (২০২০-২১) আদিবা আজম মাটি।

সবশেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নৃত্য পরিবেশন করেন ক্লাব সচিব আদিবা আজম মাটি, ক্লাব সদস্য সমাদ্দার প্রজ্ঞা, আদ্রিজা দাস আখি ও নুরে জান্নাত চাঁদনী। সঙ্গীত পরিবেশন করেন ক্লাব সদস্য তানভীর তন্ময় ও অন্যান্য।

উল্লেখ্য, ১৯০৫ সালে গঠিত বিশ্বের প্রথম ও বৃহত্তম সেবা সংগঠন আন্তর্জাতিক এর যুব কার্যক্রম হচ্ছে রোটার‌্যাক্ট ক্লাব। বর্তমান বিশ্বে ২ লক্ষ ৯২ হাজার রোটার‌্যাক্টর রয়েছে। ১৮ আগস্ট ২০০১ রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ গঠিত হয়। ২০০২ সালের ২২ ফেব্রুয়ারি রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ রোটারি ইন্টারন্যাশনাল কর্তৃক চার্টার লাভ করে। ‘সেবার মাধ্যমে বন্ধুত্ব-এ আন্তর্জাতিক শ্লোগান নিয়ে এবং ‘জ্ঞান অর্জন করো, বন্ধুত্ব গড়ো এবং স্বাবলম্বী হও’-এ ক্লাব থিম নিয়ে ক্লাবটি প্রতি বছর বিভিন্ন সেবা-কার্যক্রম সম্পাদন করে আসছে। ইতোমধ্যে ক্লাবটি সফলতার ২১ বছর অতিক্রান্ত করেছে। রোটারি আন্তর্জাতিক ৩২৮১ বাংলাদেশ এর ২৪৮টি ক্লাবের মধ্যে ২০১৯-২০ বর্ষের কার্যক্রমের ভিত্তিতে রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ সেরা ক্লাব এর অ্যাওয়ার্ড লাভ করেছে।

 

২১ বছরের পথচলায় রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ যেসব কর্মসূচি পালন করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, মহান স্বাধীনতা দিবস উদযাপন, জাতীয় শোক দিবস পালন, মহান বিজয় দিবস উদযাপন, ৫ বার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন, ১৮ বার পোলিও টিকা ক্যাম্প, ১০ম রক্তদান কর্মসূচি, ৮ম ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি, ৭ম ফ্রি ডায়াবেটিস টেস্ট কর্মসূচি, ৩য় ফ্রি ডেন্টাল ক্যাম্প, ৮ম বৃক্ষরোপণ কর্মসূচি, ২১তম ক্লাব অভিষেক, ৯ম খাদ্য বিতরণ কর্মসূচি, ৯ম শীতবস্ত্র বিতরণ কর্মসূচি, ১১তম ক্যারিয়ার কনফারেন্স, ৫ম ক্যারিয়ার সেমিনার, ৪র্থ ভাষাজ্ঞান প্রতিযোগিতা, ৪র্থ সাধারণজ্ঞান প্রতিযোগিতা, ৫ম রচনা প্রতিযোগিতা, ৮ম চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ২য় ফটোগ্রাফি প্রতিযোগিতা, ১৭তম বিজয় দিবস স্বাক্ষর প্রতিযোগিতা, ৭ম রোটা-কুইজ প্রতিযেগিতা, ৩য় হেল্থ ক্যাম্প, নেইল কাটার বিতরণ, ১৮তম ইফতার মাহফিল, ২১তম চার্টার ডে উদযাপন, ২১তম ক্লাব ট্রেনিং অ্যাসেম্বলি, ৫০০তম নিয়মিত সভা, ৭২তম যৌথসভা, ডিআরআর অফিসিয়াল ক্লাব ভিজিট, মাসিক বুলেটিন প্রকাশ, দেয়ালিকা প্রকাশ, রোটারি শতবর্ষ উপলক্ষে বিশেষ স্মরণিকা ‘রোটা-সেন্ট’ প্রকাশ ইত্যাদি। রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ ২৭তম জেলা পেসেটস ‘মিশন ২০০৭’, ৩৩তম জেলা অভিষেক ‘ঐক্য ২০১৭, ৩৬তম রোটার‌্যাক্ট জেলা প্রশিক্ষণ সম্মেলন ‘ইনসাইট ২০১৯’, ১ম জেলা এন্টারপ্রেনার কার্নিভাল ও রোটার‌্যাক্ট এর সুবর্নজয়ন্তী উদযাপন ২০১৮ , জেলা হ্যাংআউট ‘রিফ্রেস ২০১৯’ ও জেলা ঈদবস্ত্র বিতরণ ‘ঈদ আনন্দ ২০২০’ ইত্যাদি কর্মসূচি পালন করেছে। রোটার‌্যাক্ট জেলা কনফারেন্স, অ্যাসেম্বলি, প্যাসেট্স, অভিষেক, অ্যাওয়ার্ড, পিকনিক, র‌্যালি, কলার হ্যান্ডওভারসহ বিভিন্ন প্রোগ্রামে এ ক্লাবের সর্বাধিক সংখ্যক সদস্য অংশগ্রহণ করে।

 

x