ঢাকা, সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন
টঙ্গীতে ফেনসিডিলসহ এক নারী মাদক কারবারি গ্রেফতার
Reporter Name

আশিকুর রহমান: গত ২৩শে এপ্রিল শুক্রবার রাত ১১ টায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কলেজ রোড মধ্য আউচ পাড়া শাকিল সরণী রোডে খান সাহেবের বাড়ী নিচতলা থেকে ফেন্সিডিল সহ শিরিন আক্তার (২৯) নামে এক নাড়ী মাদককারবারিকে আটক করেছে।

বিশেষ তথ্য মতে জানা যায়, শিরিন আক্তার বিভিন্ন নাম ঠিকানা গোপন করে বিভিন্ন স্থানে বেশ কয়েক বছর যাবৎ সফিউদ্দিন রোড, কলেজ রোড, মোক্তার বাড়ী রোড,সুরতরঙ্গ রোডে বিভিন্ন মাদক সেবীর কাছে ফেন্সিডিল বিক্রি করে আসছিলো। আশে পাশের লোকজনরা ও বাড়ীওয়ালারা তার চলাচলের গতি বিধি দেখে সন্দেহ করতো তার বাসায় ছিলো বিভিন্ন লোকের আনা গোনা। খোঁজ নিয়ে জানা যায় সে একজন গাড়ীর মেকার কে স্বামী পরিচয় দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো, বিশেষ সূত্রে জানা যায় তার স্বামী ও এক জন মাদক ব্যবসায়ী সে ও উত্তরার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিলো স্বামী স্ত্রী দুইজনই মাদক ব্যবসা করতো একজন টঙ্গীতে আরেক জন উত্তরায় গত পাঁচ মাসে তারা বাসা পালটিয়েছে মোট ৪ টি। কোন স্থানে দুই এক মাসের বেশী তাদের থাকা হতো না।

স্ত্রী গ্রেফতারের খবর শোনে স্বামী তার স্বামী পলাতক রয়েছে। বর্তমানে তার স্বামী পলাতক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এই মাদক ব্যবসার সাথে কারা কারা জরিত বা কোন ব্যক্তিরা জরিত তা খোজে বের করার চেষ্টা করছে, সর্ব শেষ পরিস্থিতিতে জানা যায় তার বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মাদক আইনে মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।

One response to “টঙ্গীতে ফেনসিডিলসহ এক নারী মাদক কারবারি গ্রেফতার”

  1. webpage says:

    … [Trackback]

    […] Info on that Topic: doinikdak.com/news/9067 […]

Leave a Reply

Your email address will not be published.

x