ঢাকা, শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
Reporter Name

 টুটুল বসু,বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর মোড়ে মো. মিলন খান (৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সে উপজেলার শেখর ইউনিয়নের বড়গাঁ গ্রামের মুক্তিযোদ্ধা রাজা খানের ছেলে।

থানা সূত্রে জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের বড়গাঁ গ্রামের মুক্তিযোদ্ধা মো. রাজা খানের ছেলে মো. মিলন খান বোয়ালমারী বাজার থেকে মঙ্গলবার রাত ১০টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার পথে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তা মোড়ে ঢাকা গামী (ঢাকা মেট্রো-ট-১৩-৪৫২৭) গ্যাসের সিলিন্ডার বোঝাইকৃত ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিলন সড়কে পড়ে যায়।

এ সময় ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস মিলনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, মিলনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

x