ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে গত ২৪ ঘন্টার কার্যক্রম প্রকাশ করেছে । বিকেলে জেলা পরিষদ প্রদত্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়
গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলা পুলিশ কর্তৃক ০১টি সিএনজি, ০২টি ছাগলসহ ০৫ জন চোরকে গ্রেফতার করা।এছাড়া ০১টি গাঁজা গাছসহ ০১ আসামি গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশনের মাধ্যমে ২৪,৫০০/-(চব্বিশ হাজার পাঁচশত) টাকা আদায় করা হয়।
নগরকান্দা থানা এলাকার মোঃ খলিল শেখ(৪০), পিতা- শেখ হোচেন, সাং- গোয়াইলপোতা, থানা- নগরকান্দা, জেলা-ফরিদপুর এর দুটি খাসি (আনুমানিক মুল্য ১৭,০০০/-টাকা) ইং-২৮/০৮/২০২১ তারিখ অনুমান ১৫.০০ টার সময় তার বাড়ীর সামনে রাস্তার পাশে বাঁধা ছিল। একই তারিখ বিকাল অনুমান ০৪.৩০ টার সময় তার বাড়ী থেকে মোবাইল ফোন মারফত জানতে পারে কে বা কারা তার ছাগল দুইটি একটি সিএনজি গাড়ীতে করে শংকরপাশার দিকে নিয়ে যাচ্ছে। অভিযোগকারী উক্ত সংবাদ পেয়ে শংকরপাশা বাজারের ডেকোরেটর ও মাইকের দোকানদার অহিদ শরিফকে মোবাইল করে ঘটনা বললে তারা সিএনজি গাড়ীটি শংকরপাশা বাজারের গনি মোল্যার দোকানের সামনে আসলে সিএনজি গাড়ী সহ দুইজন লোক ও ছাগল দুইটি আটক করে। স্থানীয় লোকজন থানায় সংবাদ দিলে এসআই/ মোঃ সিরাজুল ইসলাম ঘটনাস্থলে পৌছে লোক দুইজনকে আটক করে, সিএনজি গাড়ী ও ছাগল দুইটি জব্দ তালিকা প্রস্তুত করে হেফাজতে নেয়। আটককৃতদের নাম ঠিকানা- ১। আবু হানিফ(৩০) পিতা- দেলোয়ার শেখ, ২। সাইফুল শেখ(২২) পিতা- মোশারফ শেখ, উভয় সাং- জগদিয়া বালিয়া, থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুর বলে জানা যায়। এই বিষয়ে মোঃ খলিল শেখ বাদী হয়ে থানায় এজাহার দিলে নগরকান্দা থানার মামলা নং- ০৯, তারিখ-২৮/০৮/২০২১খ্রিঃ ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়।
উক্ত মামলার তদন্তভার এসআই/ মোঃ সিরাজুল ইসলাম এর উপর দায়িত্ব দেওয়া হয়। আসামী দুইজন বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বেচ্ছায় জবানবন্দি প্রদান করে। সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব সুমিনুর রহমান ও অফিসার ইনচার্জ জনাব মোঃ সেলিম রেজার দিক নির্দেশনায় এসআই/ মোঃ সিরাজুল ইসলাম মামলাটি ১৮ ঘন্টা ৩০ মিনিটের মধ্যে তদন্তকার্য শেষ করে নগরকান্দা থানার অভিযোগপত্র নং- ১৫৮, তারিখ- ২৯/০৮/২০২১ ইং মূলে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বোয়ালমারী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা কালে থানা এলাকায় ০১টি গাঁজাসহ একজন লোককে আটক করা হয়। আসামির বিরুদ্ধে বোয়ালমারী থানার মামলা নং ২২ তারিখ- ২৯-০৮-২১ খ্রিঃ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারনির ১৮ (ক) ধারা রুজু করা হয়। এছাড়া বোয়ালমারী থানার মামলা নং ২৩ তারিখঃ ২৯-০৮-২১ খ্রিঃ ধারা- ৩৮৯/৪১১ পেনাল কোড (চুরি মামলা) এর ০৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। ধৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। ২৯/০৮/২০২১ খ্রিঃ বিকাল ১৬:০০ ঘটিকার সময় জনাব আলিমুজ্জামান, বিপিএম- সেবা, পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়ের উপস্থিতিতে বোয়ালমারী থানাধীন চন্ডী বিলা সরকারি প্রাথমিক মাঠ প্রাঙ্গনে চন্ডীবিলা গ্রামের লোকজন সহ আশপাশ এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র জমা দেন এবং তারা অঙ্গীকার করেন যে, তারা আইন-শৃঙ্খলা পরিপন্থী কোন অপরাধে লিপ্ত হবে না।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল, ফরিদপুর, বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ, স্থানীয় ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট মিডিয়া কর্মী সহ সর্বস্তরের লোকজন।
ফরিদপুর ট্রাফিক পুলিশ কর্তৃক রুজুকৃত মামলার সংখ্যা – ১২ টি, নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা- ০৮ টি,
আদায় কৃত জরমিানার পরিমান- ২৪,৫০০/- টাকা,
আটক সংখ্যা- মোটর সাইকেল-০২ টি, মাহেন্দ্র- ০২টি।
ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, অভিযান পরিচালনায় অর্জন ও সেবাপ্রাপ্তির খবরা-খবর জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশের প্রতি ইউনিট সর্বদা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।