ফরিদপুরের আলোচিত পর্ণগ্রাফি মামলায় (মামলা নং বোয়লামারী জি আর ৩১/২১, ধারা ৪৯৮/৩৮০ তৎসহ পর্ণগ্রাফি আইনের ৮ ধারা) এর মুল আসামী রাকিব হোসেন রুমি, পিতা- আব্দুল হালিম শেখ, সাং-ফেলান নগর, উপজেলা বোয়ালমারী, জেলা-ফরিদপুর এর রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ২৬ শে আগস্ট বৃহস্পতিবার মামলার তদন্তকারি কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর আখতার হোসেন আদালতের কাছে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত মামলার ২ নং আসামী ইতি পারভিনকে গত ১৬/৪/২০২১ ইং তারিখে ফরিদপুর সিআইডি ইন্সপেক্টর আকতার হোসেন এর নেতৃত্বে সিআইডি পুলিশের একটি চৌকষ টিম গ্রেপ্তার করে আদালতে রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এ প্রসঙ্গে বাদী পক্ষের আইনজীবি রেজাউল হোসাইন শামিম বলেন “১ নং আসামী রাকিব হোসেন রুমি, ২ নং আসামী ইতি পারভিনের সংঙ্গে অবৈধ মেলামেশার ভিডিও চিত্র ধারন করে বাদীর মোবাইল ফোনে প্রেরণ করে এবং বলে যে এ বিষয়ে কোন মামলা মোকদ্দমা করলে ভিডিও ভাইরাল করে দিব। আদালতের কাছে বিষয়টি তুলে ধরলে অপরাধের গুরুত্ব বিবেচনা করে সুষ্ঠ তদন্তের জন্য আসামীর রিমান্ড মঞ্জুর করেন।