ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন
ফরিদপুরে করোনায় ৮ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। এ সময় ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭.৮৮ শতাংশ।

সোমবার (৩০ আগস্ট) সকালে সিভিল সার্জন কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছেন। জেলায় মোট মারা গেছেন ৫০২ জন।

জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত ৪৪ জনের মধ্যে ভাঙ্গায় ৩ জন, বোয়ালমারীতে ৩ জন, নগরকান্দায় ১ জন, মধুখালীতে ৯ জন, সদরপুরে ৬ জন, চরভদ্রাসনে ১ জন, সালথায় ১ জন এবং ফরিদপুর সদরে ২০ জন রয়েছেন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, মৃত ৮ জনের মধ্যে ফরিদপুরের ৩ জন, রাজবাড়ীর ৩ জন, মাগুরার একজন এবং মাদারীপুরের একজন রয়েছেন। করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ফরিদপুর সদর উপজেলার দেলোয়ার হোসেন (৯০) ও রাজবাড়ীর বালিয়াকান্দির ইলা রানী (৬৫)।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, হাসপাতালে সোমবার (৩০ আগস্ট) পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ১০৯ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৭৯ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২৩ জন।

2 responses to “ফরিদপুরে করোনায় ৮ জনের মৃত্যু”

  1. Attractive section of content. I just stumbled upon your
    weblog and in accession capital to claim that I acquire
    in fact loved account your blog posts. Anyway I will be subscribing in your augment or even I achievement you access persistently fast.

  2. I do not know whether it’s just me or if perhaps everyone else encountering problems with
    your blog. It looks like some of the written text
    on your content are running off the screen. Can somebody else please provide feedback and let
    me know if this is happening to them as well? This may be a problem with my browser because I’ve had this happen previously.
    Kudos

Leave a Reply

Your email address will not be published.

x