ঢাকা, বুধবার ১২ মার্চ ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
পলাশে নতুন করে ৩৬ জনের করোনা শনাক্ত
Reporter Name

আসাদুল্লাহ, নরসিংদী: করোনার উচ্চ সংক্রমণ ঝুঁকিতে থাকা নরসিংদী জেলার পলাশ উপজেলায় বেড়েই চলছে কোভিড আক্রান্তের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় নতুন করে পলাশে ৪৭ জনের নমুনা পরীক্ষায়  ৩৬ জন শনাক্ত হয়েছেন।

বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাদিকুর রহমান আকন্দ।

নতুন ৩৬ জন নিয়ে পলাশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৪৬ জন। নতুন কনে করোনা শনাক্তের মধ্যে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় ২৪ জন, চরসিন্দুরে ৭ জন, জিনারদীতে ৩ জন ও গজারিয়া ইউনিয়নে ২ জন।

ডা. আকন্দ জানান, নতুন করে আক্রান্ত ৩৬ জন নিজ বাসায় আইসোলেশন ও লকডাউনে থাকবেন। এ অবস্থায় কেউ বাড়ির বাইরে যাবেন না এবং কেউ প্রবেশ করবে না। ১৪ দিন পর তাদের নমুনা সংগ্রহ করা হবে।

পলাশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৪৬ জনের মধ্যে আইসোলেশনমুক্ত ৩৪৩ জন এবং মৃতের সংখ্যা ৩ জন।

x