ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন
ফরিদপুরে দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার আসামি আটক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ফরিদপুরে আলোচিত দুই হাজার কোটি টাকার মানি লন্ডারিং মামলার এজাহারভুক্ত পলাতক আসামি, স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ফাহিম বিন ওয়াজেদ ফাইনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ফরিদপুর ডিবি পুলিশের একটি দল মানিকগঞ্জ জেলার শিবালয় থেকে তাকে গ্রেফতার করে।

ফাহিমের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা পাচারের মামলা ছাড়াও কোতোয়ালি থানায় আরও ৫টি মামলা রয়েছে।

এদিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) উপ-পরিচালক পরিচয় দিয়ে প্রতারণার সঙ্গে জড়িত ছানোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার বিকালে শহরের কানাইপুর এলাকা থেকে ছানোয়ারকে আটক করে ডিবি পুলিশ।

ছানোয়ারের বিরুদ্ধে নাটোর, নওগাঁ ও নোয়াখালী জেলায় প্রতারণার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।

আটকদের বিষয়ে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করে ফরিদপুর জেলা পুলিশ।

সংবাদ সম্মেলনে আটককৃতদের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।

2 responses to “ফরিদপুরে দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার আসামি আটক”

  1. I do accept as true with all the ideas you have offered to your post.
    They’re very convincing and can certainly work. Still, the
    posts are too brief for beginners. May just you please prolong them a bit
    from next time? Thank you for the post.

  2. My partner and I stumbled over here by a different
    page and thought I might check things out. I like what I see so now i am following you.
    Look forward to exploring your web page repeatedly.

Leave a Reply

Your email address will not be published.

x