ঢাকা, বুধবার ১২ মার্চ ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
নগরকান্দায় তালমা ইউনিয়ন পরিষদে জাতীয় শোক দিবসে কাঙ্গালি ভোজের আয়োজন
মিজানুর রহমান নগরকান্দা (ফরিদপুর)

নগরকান্দায় তালমা ইউনিয়ন পরিষদে জাতীয় শোকদিবসে কাঙ্গালি ভোজের আয়োজন

১৫ আগস্ট জাতীয় শোকদিবসে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শোকদিবস পালনের পাশাপাশি দুপুরে এক কাঙ্গালি ভোজের আয়োজন করেন চেয়ারম্যান দেলোয়ারা বেগম সহ পরিষদের সকল সদস্য গন।

সকালে উপজেলা চত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে পরিষদে কাঙ্গালি ভোজের আয়োজন করে।

এসময উপস্থিত ছিলেন চেয়ারম্যান পুত্র জেলাপরিষদের সদস্য কামাল হোসেন মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়াবুর রহমান,সাধারণ সম্পাদক সিরাজ খলিফা,শাহাআলম মিয়া,কাশেম খলিফা,মজিবুর রহমান প্রমুখ। ফরিদপুর জেলাপরিষদের সদস্য কামাল হোসেন মিয়া বলেন এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাদের পরিবারের সকলকে হত্যা যে সকল নরপিশাচরা করেছিলো তাদের মধ্যে জীবিতদের ফাঁসীর দাবি সহ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।

x