সিরাজগঞ্জের উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল গোলচত্বরে ঢাকা মুখী মানুষের উপচেপড়া ভীড় লখ্য করা গেছে।
করোনা ভাইরাস সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর ‘লকডাউন’ মানতে গত (২৩ জুলাই ) শুক্রবার সকাল থেকে কঠোর বিধি নিষেধ জারি করেছে সরকার। এদিকে রবিবার (১ আগস্ট) সকল প্রকার কারখানা ও গার্মেন্টস খুলে দেওয়ার কথা শুনে আগের মতোই গাদাগাদি আর ঠেলাঠেলি করেই কর্মস্থলে ফিরতে শুরু করেছে ঢাকা মুখী মানুষ।জীবিকার তাগিদে করোনার মধ্যেও স্বাস্থ্য সুরক্ষার তোয়াক্কা না করে করোনাকালে স্বাস্থ্যঝুঁকির মধ্যেই এক জেলা থেকে আরেক জেলা ছুটে চলেছেন তারা।এভাবে জীবনের ঝুকি নিয়ে ঢাকা যাচ্ছেন কেন? এমন প্রশ্নো করলে ঢাকা মুখী বেশ কয়েকজন যাত্রী বলেন, কাজ না করলে রোজগার হবে না, আর রোজগার না হলে সংসার চলবে কি করে?
সংসারের কথা ভেবে জীবনের ঝুকি নিয়েই তারা ছুটছেন এক শহর থেকে আরেক শহরে। জীবিকার কাছে জীবনের এমন পরাজয় গতকাল শনিবার সকালে সরেজমিনে দেখা যায় সিরাজগন্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায়।উল্যেখ্য উত্তরবঙ্গের প্রবেশদার হাটিকুমরুলে চলে প্রায় ২২ টি জেলার মানুষ তথা বিভিন্ন ধরনের যানবাহন।