ঢাকা, শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন
জামালপুরে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
এ,এস,পলাশ, জামালপুর-

নানা কর্মসূচির মধ্য দিয়ে জামালপুরে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

এ উপলক্ষে আজ মঙ্গলবার (২৭ জুলাই) সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ এর নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মুখলেছুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক  লীগের সভাপতি সৈয়দ তানভীর আহম্মেদ ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি প্রমূখ।

এছাড়াও  জেলা স্বেচ্ছাসেবক লীগ, শহর স্বেচ্ছাসেবক লীগ ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

x