বোয়ালমারীতে ২৩ ঘন্টা পর নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
ফরিদপুরের বোয়ালমারীতে বারাশিয়া নদীতে পরে নিখোঁজ শিক্ষার্থী শ্রাবনীর মৃতদেহ ২৩ ঘণ্টা পর উদ্ধার করেছে স্থানীয় জনতা। শুক্রবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে জেলেদের জালে ওই স্কুলছাত্রীর মরদেহ আটকা পড়ে।
বোয়ালমারী পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রুহুল আমিন মৃধা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার চিতাঘাটা চন্দনা বারাশিয়া নদীর ওপর একটি বাঁশের সাঁকো পার হতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয় শ্রাবণী। ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা দিনভর তল্লাশি চালিয়েও ব্যর্থ হয়ে ফিরে যান। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তিন গজ দূরে মাছ ধরার বড় জাল পেতে রাখেন। শুক্রবার সকাল ৯টার দিকে জাল উঠালে ওই ছাত্রীর মরদেহ উঠে আসে।
উল্লেখ্য, নিখোঁজ শ্রাবণী চতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। সে চতুল ইউনিয়নের চতুল গ্রামের বাবলু কাজীর মেয়ে।