সিরাজগঞ্জের শাহজাদপুরে সি এন জি’র ধাক্কায় অটোভ্যান চালক নিহত।
জানা যায়, বুধবার (১৪ জুলাই)সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের সড়কে সকাল ৭টার সময় একটি
সিএনজি’র ধাক্কায় অটোভ্যান চালক মোঃ বাবলু
সরকার (৫৬) নামের একজন নিহত হয়েছে।
এলাকা বাসি জানান,অটোভ্যানটি উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের তালগাছী বাজার হতে ব্রজবালা বাজারে যাওয়ার পথে হরিরামপুর নামক স্থানে আসলে পিছন থেকে একটি সিএনজি অটোভ্যানটিকে ধাক্কা দিলে অটোভ্যান চালক বাবলু সরকার ভ্যান থেকে ছিটকে পরে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা যায়,নিহত বাবলু সরকার উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামের মৃত দেরাজ সরকারের পুত্র।
শাহজাদপুর থানার এস আই সাদেক দেওয়ান ঘটনাটি নিশ্চিত করেছেন।