ঢাকা, শুক্রবার ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন
ফেনীতে লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৬ শতাধিক শ্রমিজীবীর মাঝে খাদ্য উপহার বিতরণ
দেলোয়ার হোসাইন, ফেনী

ফেনী মিজান ময়দান মাঠ প্রাঙ্গনে ১২ জুলাই বেলা ১১ টায় বৈশিক করোনা মহামারী সংক্রমণ প্রতিরোধে ঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিক, হোটেল কর্মচারীসহ ৬শতাধিক শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল-হাসান ।

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত জেলার ৬শতাধিক পরিবহন ও হোটেল  শ্রমিকের মাঝে ১ লিটার তৈল,১ কেজি লবণ,১ কেজি ডাল ও ৫ কেজি চাউল বিতরণ করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম জাকারিয়া , ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, আন্তজেলা পরিবহন মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা,ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ,পরিবহন মালিক ,শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

x