ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ০১:১৭ অপরাহ্ন
বলাৎকারের কথা প্রকাশের ভয়ে ফেনীর সোনাগাজী মাদ্রাসা ছাত্রকে হত্যা করে ডোবায় ফেলে দেন তিনি
পেয়ার আহাম্মদ চৌধুরী:

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্র আরাফাত হোসেন (৯)কে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন অধ্যক্ষ মোশারফ হোসেন (৪২)
ওই ছাত্রকে বলৎকারের পর বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার ভয়েই হত্যার পথ বেছে নেন বলে আদালতকে জানান তিনি। বৃহস্পতিবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো.জাকির হোসেনের আদালতে অধ্যক্ষের দেয়া জবানবন্দি লিপিবদ্ধ করা হয়।

মোশারফ হোসেন উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরলক্ষীগঞ্জ হাফেজ সামছুল হক (রঃ) নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ।

তার বাড়ী ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জে উপজেলায়। নিহতের আরাফাত একই মাদরাসা ও এতিমখানার ছাত্র ও স্থানীয় চরমজলিশপুর ইউনিয়নের ছয়আনি গ্রামের নাজের কোম্পানীর বাড়ির ফানা উল্লাহর ছেলে।

গত রবিবার (২২ আগস্ট) ভোর ৪টার দিকে সোনাগাজী চরলক্ষীগঞ্জ হাফেজ সামছুল হক (রঃ) নুরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার হেফজ বিভাগের ছাত্র আরাফাত হোসেন (৯)কে হত্যা করে মাদ্রাসা সংলগ্ন দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউপির মোমারিজপুর এলাকার একটি ডোবায় লাশ ফেলে দেয় দূর্বৃত্তরা।

এরপর পানিতে ডুবে ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে এলাকায় প্রচার করে তারা। খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশ সেখান থেকে লাশ উদ্ধারের পর মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় আরাফাতের পিতা বাদী হয়ে এ ঘটনায় অধ্যক্ষসহ ৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
এরপর ওই দিন রাতেই মাদ্রাসায় অভিযান চালিয়ে অধ্যক্ষ মোশারফ হোসেন ও আরাফাতের এক সহপাঠিসহ এজহার নামীয় আরো দুই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার (২৩ আগস্ট) গ্রেপ্তারকৃতদের মধ্যে অধ্যক্ষ মোশারফ হোসেন (৪২)কে ৪দিনের, সহকারী শিক্ষক আজিম উদ্দিন(৩৩) ও নুর আলীকে ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।একই সাথে গ্রেপ্তারকৃত জোবায়ের আলম ফাইজ (১১)কে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণের আদেশ দেওয়া হয়।

দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪দিনের রিমোন্ড শেষে অধ্যক্ষকে আদালতে পাঠানো হয়। সেখানে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবনন্দি প্রদান করেন। এরপর তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

এদিকে আদালত সূত্রে জানা যায়, অধ্যক্ষ মোশারফ হোসেন ১৬৪ ধারায় দেয়া জবানবন্দি প্রদানকালে আদালতে স্বীকার করেন, এর আগেও তিনি আরাফাতকে বলৎকার করেছেন।

শনিবার(২১ আগস্ট) রাতে বলৎকারের পর আরাফাত বিষয়টি তার পিতাকে বলে দেবে বলে অধ্যক্ষকে জানালে তিনি হত্যার সিদ্ধান্ত নেন। এপর্যায়ে গলা টিপে আরাফাতকে হত্যা করে লাশ মাদ্রাসার সংলগ্ন ওই ডোবায় ফেলে দেন।

5 responses to “বলাৎকারের কথা প্রকাশের ভয়ে ফেনীর সোনাগাজী মাদ্রাসা ছাত্রকে হত্যা করে ডোবায় ফেলে দেন তিনি”

  1. Howdy are using WordPress for your site platform?
    I’m new to the blog world but I’m trying to get started and
    set up my own. Do you need any coding knowledge to make
    your own blog? Any help would be really appreciated!

  2. Click Home says:

    Its such as you learn my thoughts! You appear to know a lot approximately this, such as you wrote the ebook in it or something.

    I think that you can do with a few percent to pressure the message
    house a bit, but instead of that, that is magnificent blog.
    An excellent read. I’ll certainly be back.

  3. First off I want to say fantastic blog! I had a quick question which I’d like
    to ask if you do not mind. I was interested to find out how you center yourself and clear your head before writing.
    I’ve had difficulty clearing my mind in getting my ideas out.

    I do take pleasure in writing however it just seems
    like the first 10 to 15 minutes tend to be wasted just trying to figure
    out how to begin. Any ideas or tips? Appreciate it!

  4. It’s going to be ending of mine day, except before finish I
    am reading this wonderful post to improve my experience.

  5. Hi, i think that i saw you visited my blog thus i came to “return the favor”.I’m
    trying to find things to improve my web site!I suppose its ok
    to use some of your ideas!!

Leave a Reply

Your email address will not be published.

x