ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন
ফেনী প্রবাসী হত্যাকন্ডে পলাতক স্ত্রী শিউলীকে গ্রেফতার করেছে র‌্যাব
দেলোয়ার হোসাইন ফেনী প্রতিনিধি:
ফেনী দুবাই প্রবাসী সোহেল হত্যা কন্ড ঘটনায় প্রধান আসামী পলাতক স্ত্রী শিউলি আক্তার কে আটক করেছের‌্যাব-৭।
আজ শনিবার (২১ আগস্ট ) বিকালে চৌদ্দগ্রাম উপজেলার নারানকরা এলাকার ছুট্টু মিয়ার বাড়ি থেকে পলাতক স্ত্রী শিউলি আক্তার কে গ্রেফতার করেছে  র‌্যাব-৭।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার রাতে ফেনী শহরের নাজির রোড়স্থ সুলতানা ম্যানশনের ৬ষ্ঠ তালায় মোঃ সোহেল(৩৫) নামে এক দুবাই প্রবাসীকে গলাকেটে হত্যার ঘটনা ঘটে।ঘটনার পর মধ্য রাত থেকেই তার স্ত্রী পলাতক।
এরপর শুক্রবার (২০ আগস্ট) সকালে এলাকাবাসীরা ৯৯৯ কল করে পুলিশ কে জানালে পুলিশ এসে ওই প্রবাসীর লাশ উদ্ধার করেন এবং পর থেকে তার পলাতক স্ত্রী কে খুজছিল প্রসাশন।
৮ বছর আগে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামের আবদুল কালামের ছেলে সোহেলের সঙ্গে পরিবারক ভাবে একই উপজেলার জগন্নাথ ইউনিয়নের খেজুরিয়া গ্রামের শিউলি আক্তারের বিয়ে হয়।
এরপর তিনি দুবাই চলে যান। এক মাস আগে সোহেল  দুবাই থেকে দেশে এসেছিলেন। তারদের ৭ বছরের ছেলে ও ৪ বছরের একটি মেয়ে রয়েছে।
এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। এবং লাশটিকে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।পরে শনিবার ময়নাতদন্তে শেষ পরিবার কে স্থানতর করে এবং জানাযা শেষে তাকে দাফন করা হয়।
ফেনী মডেল থানার ওসি মোঃ নাজিম উদ্দিন জানান,নিহতের মা নিরলা বেগম বাদী হয়ে পুত্রবধূ শিউলি আক্তার কে প্রধান আসামী করে ফেনী মড়েল থানায় মামলা দায়ের করেন।

5 responses to “ফেনী প্রবাসী হত্যাকন্ডে পলাতক স্ত্রী শিউলীকে গ্রেফতার করেছে র‌্যাব”

  1. I’m not sure where you’re getting your info, but good topic.
    I needs to spend some time learning much more or understanding more.
    Thanks for fantastic info I was looking for this info for my mission.

  2. It’s nearly impossible to find well-informed people for this subject, however, you sound like you know what you’re
    talking about! Thanks

  3. I really love your blog.. Pleasant colors & theme.
    Did you develop this website yourself? Please reply back as I’m attempting to create
    my own site and want to find out where you
    got this from or exactly what the theme is named.
    Many thanks!

  4. Thanks , I’ve just been looking for info about this subject for ages and yours is the best I have discovered till now.
    But, what in regards to the conclusion? Are you sure about the source?

  5. It is appropriate time to make some plans for the
    long run and it’s time to be happy. I have read this submit and if I may just I want to counsel you few fascinating issues or tips.

    Maybe you can write next articles regarding this article.
    I wish to read even more issues approximately it!

Leave a Reply

Your email address will not be published.

x