ঢাকা, বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন
পালাক্রমে সকলের মাঝে ভ্যাকসিন নিশ্চত করা: কাউন্সিলর সাহাবউদ্দিন
দেলোয়ার হোসাইন, ফেনী প্রতিনিধি

“শেখ হাসিনার উপহার ভ্যাকসিন হবে জনতার” এই স্লোগান কে সামনে রেখে ফেনীতেও সকল জনগনকে টিকার আওতায় আনার জন্য স্বাস্থ্য বিধি মোতাবেক দ্বিতীয় ধাপে পৌরসভার ৪ নং ওয়ার্ডের গণহারে টিকা প্রদানের  কার্যক্রম শুরু  হয়েছে এবং পালাক্রমে সকলের মাঝে ভ্যাকসিন নিশ্চত করা হবে ।

আজ রবিবার (৮ আগস্ট) সকাল ৯ টায় ফেনী পৌরসভার ৪ নং ওয়ার্ড কদলকাজী রোড়স্থ কাউন্সিলর অফিস সংলগ্ন স্থানে  গণহারে টিকা প্রদানের কার্যক্রমের উদ্বোধন করেন  ফেনী পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সাহাবউদ্দিন তাসলিম।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর মোছাঃ জেসমিন আক্তার এবং ৪ নং ওয়ার্ডের যুবলীগ, ছাত্রলীগসহ দলীয় নেতৃবৃন্দ।

এছাড়াও এতে স্বেচ্ছাসেবক হিসেবে সহায়তা করেন ফেনী রেড ক্রিসেন্ট ইউনিটের ৪ সদস্য এবং ৪ নং ওয়ার্ড যুবলীগ, ছাত্রলীগের সদস্য ও দলীয় নেতাকর্মীরা।

এসময় পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর সাহাব উদ্দিন তাসলিম জানান, বৈরী আবহাওয়া উপেক্ষা করে জনগণ করোনা ভ্যাকসিন টিকা গ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। স্বাস্থ্য বিধি মোতাবেক ২০০ করোনা ভ্যাকসিন টিকা প্রদান করা হবে আজ পালাক্রমে সকলের মাঝে ভ্যাকসিন নিশ্চত করা হবে তিনি আরো বলেন প্রথম দিনে বৃদ্ধ মহিলা পুরুষদেরকে এই টিকা প্রদান করা হচ্ছে এবং টিকা নিতে আসা সাধারণ মানুষেদের জন্য পৌরসভার পক্ষ থেকে পানি ও বিস্কুট প্রদান করা হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published.

x