ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৫০ অপরাহ্ন
স্কুলে এ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে অপহরণ হওয়া ছাত্রী ২৩ দিন পর উদ্ধার, গ্রেফতার দুই
পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী

স্কুল ছাত্রী অপহরণের ২৩ দিন পর ফেনী শহরের রামপুর এলাকার একটি বাসা থেকে মঙ্গলবার(৭ সেপ্টেম্বর) দুপুরে অপহৃত ছাত্রীকে উদ্ধার করেছে সোনাগাজী মডেল থানার পুলিশ।

অপহরণে জড়িত থাকার অভিযোগে আমিন উল্যাহ খোকন (৫২) এবং জাহানারা বেগম (২৬) নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত খোকন মতিগঞ্জ ইউনিয়নের স্বরাজপুর গ্রামের আলী বক্স সেরাং মুন্সি বাড়ির আবদুর শুক্কৃরের ছেলে এবং জাহানারা মতিগঞ্জ ইউনিয়নের ইসমাইলপুর গ্রামের মনসুর আলীর নতুন বাড়ির জহিরুল ইসলামের স্ত্রী। তাদেরকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত স্কুল ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা ও ২২ ধারা মোতাবেক জবানবন্দি রেকর্ডের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

পুলিশ ও অপহৃতের পরিবার জানায়, মতিগঞ্জ ইউনিয়নের ইসমাইলপুর গ্রামের  মনসুর আলীর নতুন বাড়ির নূরুল হকের বখাটে ছেলে মো. কিরণ (২০) প্রেমের প্রস্তাব দিয়ে ধলিয়ার দৌলতপুর হক বাহাদুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির এক ছাত্রীকে দীর্ঘ  দিন যাবৎ উত্ত্যক্ত করে আসছে।

গত ১৪ আগস্ট সকাল সাড়ে দশটার দিকে স্কুলে এ্যাসাইনমেন্ট জমা দিতে যাচ্ছিল ওই ছাত্রী। বখাটে কিরণের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নবাবপুর ইউনিয়নের মমতাজ মিয়ার বাজারে জসিমের রিক্সা গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর থেকে মো. কিরণ, আমিন উল্যাহ খোকন, ওসমান গণি আরিফ, জাহানারা বেগম ও তারেক মীর্জার নেতৃত্বে ওই ছাত্রীকে সিএনজি অটোরিক্সা যোগে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় অপহৃত ছাত্রীর মা বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০( সংশোধনী ২০০৩এর) ৭/৩০ এ মামলা দায়ের করেন।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার ওই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা ও আদালতে ২২ ধারায় জবানবন্দী রেকর্ড করার কথা রয়েছে।

3 responses to “স্কুলে এ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে অপহরণ হওয়া ছাত্রী ২৩ দিন পর উদ্ধার, গ্রেফতার দুই”

  1. My spouse and I stumbled over here from a different web address and thought I
    should check things out. I like what I see so now i’m following you.
    Look forward to exploring your web page yet again.

  2. Hi! This is my 1st comment here so I just wanted to give a
    quick shout out and say I really enjoy reading your
    posts. Can you suggest any other blogs/websites/forums
    that go over the same subjects? Thanks for your time!

  3. Piece of writing writing is also a fun, if you know afterward you can write otherwise it is complex to write.

Leave a Reply

Your email address will not be published.

x