ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
অসুস্থ মে‌য়ে‌কে দেখ‌তে বাড়ি আসার প‌থে সড়ক দুর্ঘটনায় পিতার মৃত্যু
পেয়ার আহাম্মদ চৌধুরী (ফেনি থেকে)

কুমিল্লার ময়নামতি সেনানিবাস সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরি চাপায় প্রাণ হারিয়েছেন এসএম সাইফুল কবির পুলক। তার বাড়ী ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ফতেহপুরে।

পরিবার সূত্র জানিয়েছে, রাজধানীতে পারটেক্স গ্রুপে চাকরী করতেন পুলক। ছোট মেয়ের অসুস্থতার খবরে লকডাউনের মধ্যেই শুক্রবার মোটর সাইকেল (স্ক্রুটি) নিয়েই বাড়ির পথে রওনা হন তিনি। পথিমধ্যে ময়নামতি পৌছলে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি তার সামনে পড়ে। ওই ব্যক্তিকে সাইড দিতে গিয়ে পুলক সড়কেই পড়ে যায়। পেছন থেকে আসা মালবাহী লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান। পুলক শর্শদী হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক শাহজাহান কবিরের ছোট ছেলে।। সে দুই কন্যা সন্তানের বাবা ছিলেন।

পুলকের ফুফাতো ভাই কাজিরবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগ জানান, শুক্রবার বাদ আসর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে প্রথম নামাজে জানাযা ও ফতেহপুরে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

x