ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
পরশুরামের বিলোনিয়া’য় দুস্থ ও অসহায় সাপুড়ে পরিবারের মাঝে ত্রান বিতরণ
পেয়ার আহাম্মদ চৌধুরী (ফেনি থেকে)

ফেনীর পরশুরামে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার বিলোনিয়ার দুস্থ ও অসহায় সাপুড়ে ৩০ পরিবারের মাঝে ত্রান বিতরণ করেন। এই সময় উপস্থিত ছিলেন পরশুরাম পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিল আবদুল মান্নান লিটনসহ অত্র ওয়ার্ডের স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে বিলোনিয়ায় কর্মহীন ও অস্বচ্ছল সাপুড়ে পরিবারদের মাঝে চাল,ডাল, তেল, লবণ ও আলু বিতরণ করেন।

এছাড়া করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য স্থানীয় লোকদের মাঝে মাক্স বিতরণ করা হয়।মানুষের মাঝে এ-সব বিতরণ করার সময় স্বাস্থ্য বিধি মেনে বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার জানান দুস্থ , অসহায়, কর্মহীনের কথা বিবেচনা করে অত্র এলাকার সকল সাপুড়ে সদস্যদের জন্য এই উদ্যোগ গ্রহণকরা হয়।

ত্রান পেয়ে এক সাপুড়ি বলেন এই দূর্যোগ মূহুর্তে এক একটা দিন বছরের মতো মনে হচ্ছে। এই মূহুর্তে এই উপহার আমাদের জন্য কতোই যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তা ভাষায় বলে শেষ করা যাবে না। উপজেলা চেয়ারম্যান সাপুড়িয়াদের উদ্দেশ্য আরও বলেন ভবিষ্যতে সাধ্যমত আরো বেশি সহযোগিতা করা হবে।

x