ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০৪:১৭ অপরাহ্ন
ফেনী‌তে লকডাউনের ৯ম দিনে ২ শত‌ধিক ব্যক্তির জরিমানা
পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনি থেকে।

ফেনিতে চলমান কঠোর বিধিনিষেধের ৯ ম দিনে শুক্রবার ২ শত ১২ জন ব্যক্তিকে ৯ টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬৩ হাজার ২ শত ৫০ টাকা জরিমানা করেন ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।সরকারী নির্দেশনা বাস্তবায়নে শুক্রবারও বিরামহীনভাবে কাজ করছে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।অনেককে বুঝিয়ে ঘরে ফেরত পাঠান তারা।

জেলা প্রশাসন সূএে জানাযায়, সরকারী বিধিনিষেধ অমান্য করে অপ্রয়োজনে ঘোরাফেরা,ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা,গাড়ী নিয়ে সড়কে বের হওয়া সহ নানা অপরাধে জেলা ও উপজেলার গ্রামীন হাট বাজারে শুক্রবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত, পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন আক্তার, দাগনভূঁইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া,দাগনভূইয়া উপজেলা সহকারী কমিশনার গাজালা পারভিন রুহি, সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে সজল কুমার দাস, এনএম আব্দুল্লাহ আল মামুন,মোঃ মনিরুজ্জামান,মোঃ বদরুদ্দোজা,মোঃ শাহিন আলম। শুক্রবার ভ্রাম্যমাণ আদালতে সর্বোচ্চ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস।তিনি ২৮ হাজার ৫ শত টাকা আদায় করেন।সর্বোচ্চ দন্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনএম আব্দুল্লাহ আল মামুন, তিনি ৩২ ব্যক্তিকে দন্ড দেন।

2 responses to “ফেনী‌তে লকডাউনের ৯ম দিনে ২ শত‌ধিক ব্যক্তির জরিমানা”

  1. vigrx plus says:

    … [Trackback]

    […] Information on that Topic: doinikdak.com/news/34542 […]

  2. … [Trackback]

    […] Here you can find 92415 more Info on that Topic: doinikdak.com/news/34542 […]

Leave a Reply

Your email address will not be published.

x