ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন
আমদানী নিষিদ্ধ জব্দকৃত গরু সাভারে
মোহাম্মদ ইয়াসিন, সাভার থেকে

অবৈধ পন্থায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয় ব্রাহমা জাতের ১৮টি গরু,যা ছিলো আমদানি নিষিদ্ধ।এ অবস্থা কাস্টমস সে সকল আমদানিকৃত গরু জব্দ করে সাভারে অবিস্থিত প্রানী সম্পদ অধিদপ্তরের খামারে পাঠিয়ে দেওয়া হয়।

সোমবার দুপুরে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গরুগুলো ঢাকায় আসে। ১৩ মাস থেকে ৬০ মাস বয়সী ১৮টি গরু আমদানি করা হয় মোহাম্মদপুরের সাদেক এগ্রো’র নামে। তবে গরুগুলো ছাড় করতে বিমানবন্দরে ওই প্রতিষ্ঠানের কেউ যাননি।

বাংলাদেশে ব্রাহমা জাতের গরু আমদানি নিষিদ্ধ হওয়ায় গরুগুলো আটকে দেয় কাস্টমস কর্তৃপক্ষ।

প্রাণি সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. শেখ আজিজুর রহমান জানান,প্রাণিসম্পদ আমদানি নীতিমালা অনুযায়ি বাংলাদেশে ব্রাহমা জাতের গরু আনা নিষিদ্ধ। অন্য জাতের গরু আনার ক্ষেত্রেও নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করতে হয়।

তিনি বলেন, আমদানিকারক প্রতিষ্ঠান এই গরু আমদানির আবেদন করলেও প্রাণিসম্পদ অধিদপ্তর তা নাকচ করে দিয়েছিল। তারপরও তথ্য গোপন করে নিয়ে আসা হয়।

প্রাণিসম্পদ অধিদপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, সরকারি নিয়ম অনুযায়ি এই গরু নিলামে বিক্রি করা হবে।

এর আগে চলতি বছরের ১৩ই ফেব্রুয়ারি হোলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু আমদানির ঘোষণা দিয়ে ব্রাহমা জাতের ৩০টি গরু আনা হয়েছিল অন্য একটি প্রতিষ্ঠানের নামে। সেগুলোও আটক করেছিল ঢাকা কাস্টমস।

4 responses to “আমদানী নিষিদ্ধ জব্দকৃত গরু সাভারে”

  1. … [Trackback]

    […] Find More on that Topic: doinikdak.com/news/34267 […]

  2. … [Trackback]

    […] Read More on to that Topic: doinikdak.com/news/34267 […]

  3. here says:

    … [Trackback]

    […] Find More to that Topic: doinikdak.com/news/34267 […]

  4. … [Trackback]

    […] Here you can find 52149 more Info on that Topic: doinikdak.com/news/34267 […]

Leave a Reply

Your email address will not be published.

x