দৈনিক ডাকঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের শন্তসি গ্রামে ৮ জুলাই রোজ বৃহস্পতিবার সকালে কলাগাছ কাটা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষের ঘটনার আহত হন ১০ জন।আহতরা হলেন শহিদ মাতুব্বর (৩০),নবিন (১১),নিজমা (২৫),আজিজুল (২২),রিয়াজুল (২০),করিম মাতুব্বর (৫৫),রহিম মাতুব্বর (৬৫),বিল্লাল মাতুব্বর (৪৫),মুন্নু মাতুব্বর (৫০)সাহানা বেগম (২৫),আয়শা বেগম (৬০),চিংকু বেগম (২৪)।আহতদের নগরকান্দা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ঘটনা স্থলে গিয়ে জানা যায়, জমির মালিক শহিদুল মাতুব্বরের কে না জানিয়ে তার জমি থেকে মুন্নু মাতুব্বর, বিল্লাল মাতুব্বর গংরা পাটের জাগে ভারা দিবে বলে ১০/১২ টি কলাগাছ কেটে ফেলে। কলাগাছ কাটার খবর পেয়ে কলাগাছের বাগানে গিয়ে কাটতে নিশেধ করলে তখনই শরু হয় দুই প্রতিবেশী লোকজনের হাতাহাতি পর মুহূর্তে দেশীয় অস্ত্র দা,কাচি,শাফল, লাঠিসোঁটা নিয়ে চলে সংঘর্ষ আহত হয় দুই প্রতিবেশী গ্রুপের ১০ জন।গুরুতর আহত শহিদ মাতুব্বর ও রিয়াজুল কে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।এই ঘটনায় ভাংচুর লুটপাট হয়নি।তবে উভয় পক্ষ থানায় মামলা করবেন বলে এ প্রতিবেদককে জানান। নগরকান্দা থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব বলেন এই ঘটনার বিষয় এখনও কেউ আসেনি আসলে অভিযোগ নিয়ে তদন্ত করে আইনগত পদক্ষেপ নিয়া হবে।