বুধবার সকালে আটককৃত যুবক ও কষ্টিপাথরটির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত যুবক নোয়াখালীর কোম্পাণীগঞ্জ উপজেলার চরপার্বতী গ্রামের ব্রজলাল চন্দ্র মজুমদারের ছেলে। সে বেশকিছুদিন যাবত ফেনী শহরের সহদেবপুর এলাকায় রিপনের বাড়িতে ভাড়া থাকেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে কষ্টি পাথর উদ্ধারের জন্য ফেনী শহরের সহদেবপুর এলাকায় অভিযান চালায় র্যাব-৭ এর একটি দল। এসময় উত্তর সহদেবপুর খায়রুল ইসহাক রোডের রাস কুঠিরের ৪র্থ তলা থেকে সন্দেহভাজন যুবক যতীশ চন্দ্র মজুমদারকে আটক করা হয়। পরে ওই বিল্ডিয়ের চতুর্থ তলার সিঁড়ির পাশের একটি কক্ষ থেকে তার দেখানো স্থান থেকে একটি ১৩ কেজি ওজনের লম্বা আকৃতির কষ্টিপাথর উদ্ধার করে র্যাব সদস্যরা।
র্যাব-৭ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার আবদুল্লাহ আল জাবের ইমরান জানান, উদ্ধারকৃত কষ্টিপাথরসহ যুবককে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার ওসি মোঃ নিজাম উদ্দিন জানান, র্যাবের হাতে কষ্টিপাথরসহ আটক হওয়া ব্যক্তিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।