ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন
বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতে ৯ হাজার টাকা জরিমানা 
হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী
ফরিদপুরের বোয়ালমারীতে লকডাউনের ৮ম দিনে বৃহস্পতিবার (৮ জুলাই) আট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে ৯ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায়  কঠোর লকডাউনের ৮ম দিনে লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮; দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারায় নয় হাজার দুইশত টাকা জরিমানা করে আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ বলেন, লকডাউনে স্বাস্থ্যবিধি ও সরকারী নিয়ম না মেনে ব্যবসায়ীরা দোকান খোলা রেখে বেচাকেনা করায় রোগ প্রতিরোধ সংক্রমক আইনে ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.

x