ঢাকা, রবিবার ০৩ নভেম্বর ২০২৪, ০৭:১২ অপরাহ্ন
ডেমরায় একাধিকবার শিশু বলাৎকারের ঘটনায় হাফেজী শিক্ষক গ্রেফতার
মোঃ হারুন অর রশিদ,  ডেমরা

ডেমরায় ১১ বছরের এক শিশুকে একাধিবার বলাৎকারের দায়ে মো.সুলতান ওরফে রমজান (২৮) নামে এক হাফেজী শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১ টায় তাকে অদালতে পাঠানো হয়েছে। বুধবার রাতে ডেমরার ওরিয়েন্টাল স্কুল সংলগ্ন গার্ডেন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মোস্তাফিজের বাড়ীর ভাড়াটিয়া ও নোয়াখালীর কবিরহাট থানার নরসোনাপুর গ্রামের মৃত নুরুল হুদার ছেলে। এ বিষয়ে ভুক্তভোগীর বাবা বুধবার রাতে ডেমরায় গ্রেফতার রমজানের বিরুদ্ধে মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডেমরা ফাঁড়ির ইনচার্জ এসআই সন্তোষ বালা বলেন, মসজিদে নামাজ পড়তে যাওয়া আসার সময় গত ১ বছর আগে হাফেজী শিক্ষক রমজানের সঙ্গে পরিচয় হয় রুমীর। সম্পর্কের এক পর্যায়ে রমজান নানা ধরনের প্রলোভন দেখিয়ে রুমীকে তার ঘরে নিয়ে বলাৎকার করতেন। এ বিষয়ে কাউকে না বলার জন্য রুমীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাতেন ওই লম্পট।  ওই ধারাবাহিকতায় গত ৩০ জুন সন্ধা ৭ টার দিকে রমজান রুমীকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তার ঘরে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে। এদিকে সহ্য করতে না পেরে  রুমী এ ঘটনা তারা বাবার কাছে বলে দেয়। এ পর্যন্ত রমজান রুমীকে ১১ বার বলাৎকার করেছে বলেও জানান এসআই সন্তোষ বালা।

5 responses to “ডেমরায় একাধিকবার শিশু বলাৎকারের ঘটনায় হাফেজী শিক্ষক গ্রেফতার”

  1. … [Trackback]

    […] There you can find 7811 more Information on that Topic: doinikdak.com/news/33926 […]

  2. … [Trackback]

    […] Find More Information here on that Topic: doinikdak.com/news/33926 […]

  3. … [Trackback]

    […] Info to that Topic: doinikdak.com/news/33926 […]

  4. … [Trackback]

    […] Info on that Topic: doinikdak.com/news/33926 […]

  5. … [Trackback]

    […] Read More on that Topic: doinikdak.com/news/33926 […]

Leave a Reply

Your email address will not be published.