চলমান কঠোর লকডাউনের মধ্যেও সরকারি নির্দেশনা অমান্য করে প্রাইভেট পড়ানোর সময় অভিযানে এক শিক্ষকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৬ জুলাই মঙ্গলবার উপজেলা চরদরবেশ ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন জানান, চলমান লকডাউনের মধ্যেও সরকারের বিধি নিষেধ অমান্য করে কারামতিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা জাহিয়া আহমেদ (বিজ্ঞান বিভাগ) স্কুল সংলগ্ন একটি রুমে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় শিক্ষিকা জাহিয়া আহমেদ প্রায় ব্যাচ ব্যাচ করে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২৫-৩০জন শিক্ষার্থীদের নিয়ে প্রাইভেট পড়ান। সরকারি নির্দেশনা অমান্য করে প্রাইভেট পড়ানোর অপরাধে শিক্ষিকাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতীকি ছবি।