ফেনীর ফুলগাজীতে ৭ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে ফুলগাজী থানা পুলিশ। সোমরস ৫ জুলাই রাত ৯ ঘটিকার সময় ফুলগাজী সরকারি কলেজ রোড থেকে ৭ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী সরকারি কলেজ এরিয়ায় অভিযান পরিচালনা করেন ফুলগাজী থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এএসআই আজগর আলী এএসআই নুরুন্নবী । এই সময় গতিবিধি সন্দেহজনক হলে দুই ব্যক্তিকে তল্লাশি করে ৭ কেজি গাঁজাসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন, দক্ষিন গাবতলা গ্রামের সামছুল হকের ছেলে রবিউল প্রকাশ রবি (২৯) ও গাবতলা সোনাপুর গ্রামের মোঃ মিয়াচাঁন মিয়ার ছেলে রবিউল হক প্রকাশ রুবেল (২৫)।দুজনে ফুলগাজী সদর ইউনিয়নের বাসিন্দা।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএনএম নুরুজ্জামান গাঁজাসহ দুই ব্যক্তিকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিদের বিরুদ্ধে ফুলগাজী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।