আজ ৫ জুলাই সোমবার বিকালে পৌরসভা চত্বরেকমিশনার জয়নাল আবেদীন ব্লাডব্যাংক এর উদ্যোগে ফেনী পৌরএলাকায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে ১০টি অক্সিজেন ও ২টি এ্যাম্বুলেন্স সেবার কার্যক্রমসহ পৌরসভা জন্য একটি করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এমপি।
তিনি আরও জানান কাউন্সিলর বৃন্দের সম্মিলিত হয়ে জনকল্যাণমূলক কাজ চা গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন করোনা কালিন সময়েও জনগণের পাশে থেকে সুবিধা অসুবিধা তুলে ধরার জন্য।একই সময় করোনায় আক্রান্ত দুই সাংবাদিকে সহায়তার চেক প্রধান করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজি , ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পৌরসভার প্যানেল মেয়র মোঃ মফিজ উল্লাহ, জয়নাল আবেদীন লিটন হাজারীসহ পৌরসভার সকল কাউন্সিলর কর্মকর্তা-কর্মচারীরাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।