ঢাকা, বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন
পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে করোনা রােগীদের জন্য সেন্ট্রাল অক্সিজেন চালু
মোঃ জাহিদুল ইসলাম নিক্কন:

পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কোভিড -১৯ আক্রান্ত রােগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ও অক্সিজেনের কিছুটা অভাব পূরনে অস্থায়ী সেন্ট্রাল অক্সিজেন চালু করা হয়েছে । সােববার দুপুরে হাসপাতালে জরুরী পরিদর্শনে এসে এই অস্থায়ী সেন্ট্রাল অক্সিজেন উদ্বোধন। করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গােলাম ফারুক প্রিন্স এমপি। উদ্বোধনকালে এমপি প্রিন্স বলেন , যেহেতু মূল সেন্ট্রাল অক্সিজেন চালু হতে আরাে কিছু সময়ের ব্যাপার , তাই হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ঠিকাদারের সহায়তায় আপাতত অস্থায়ী ভাবে এই অক্সিজেনটি চালু করা হলাে।

তিনি আরাে বলেন , যদিও এটা করােনা রােগীদের চিকিৎসার জন্য একদম অপ্রতুল। আমি এবং হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে কথা বলেছি এটি অতি দ্রুত চালু করার জন্য । এ সময় তিনি যুবলীগ , ছাত্রলীগ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা করােনা রােগীদের অক্সিজেন সহ চিকিৎসা সরঞ্জামাদী সহায়তা করছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন । একই সাথে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান । উদ্বোধনী কালে উপস্থিত ছিলেন , হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারি পরিচালক ডা : সালেহ মােহাম্মদ আলী , ডা : আকসাদ আল মাসুর আনন , ডা : জাহিদ হাসান রুমি , হেড এসিস্ট্যান্ট রুহুল আমিন ,উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক হিরােক হােসেন , পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান এপ্রিল , পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি , পাবনা মেডিকেল ছাত্রলীগের সভাপতি ডা : মাহফুজ নয়ন , পৌর ছাত্রলীগের সভাপতি কাজী আতিকুর রহমান তুষার প্রমুখ।

3 responses to “পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে করোনা রােগীদের জন্য সেন্ট্রাল অক্সিজেন চালু”

  1. … [Trackback]

    […] Info to that Topic: doinikdak.com/news/32827 […]

  2. … [Trackback]

    […] Find More on on that Topic: doinikdak.com/news/32827 […]

  3. ai nude says:

    … [Trackback]

    […] Find More to that Topic: doinikdak.com/news/32827 […]

Leave a Reply

Your email address will not be published.

x