মারাত্মক হুমকির মুখে পড়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের একমাত্র রাস্তা পাবনা-কুষ্টিয়া মহাসড়ক।পদ্মা নদীর তালবাড়ীয়া পয়েন্টে ভাঙন নতুন না হলেও এবারের মত ভাঙন আগে দেখেননি এলাকাবাসী। গত ২০বছরে তালবাড়ীয়া, বহলবাড়িয়া ইউনিয়নের ৬টি গ্রামের ৬ থেকে ৭ হাজার ঘর-বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের একমাত্র রাস্তা পাবনা-কুষ্টিয়া মহাসড়কের দূরত্ব এখন নদী থেকে মাত্র ১০০ মিটার। তালবাড়ীয়া পয়েন্টের বিপরীতে নদীর উত্তর পাড়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য ৩০০ মিটার নদী ভরাট করে বাঁধ নির্মাণ করা হয়েছে। ফলে নদীর দক্ষিণ পাড়ে ভাঙন এমন ভয়াবহরূপ নিয়েছে বলে ধারণা স্থানীয়দের। এখনই ভাঙন ঠেকাতে না পারলে যে কোন সময় ভেঙে যেতে পারে পাবনা-কুষ্টিয়া মহাসড়ক।
এদিকে, ভাঙন ঠেকাতে প্রায় ৭ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের জন্য এক বছর আগে একটি প্রকল্প প্রস্তুত করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হলেও সাড়া মেলেনি বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি।
নদীর উত্তর পাড়ে অবকাঠামো নির্মাণের ফলেই এমন ভয়াবহ ভাঙন বলে মনে করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা।