ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০৫:০০ অপরাহ্ন
পাবনার সাঁথিয়ায় নারীর পুকুরে বিষ ঢেলে ৫ লাখ টাকার মাছ হত্যা
নুরুল ইসলাম খান

পাবনার সাঁথিয়ায় নাজমা বেগম (৪০) নামের এক নারীর দুই বিঘা জমির পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। নাজমা সাঁথিয়া পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের নওয়ানী গ্রামের রুহুল আমিনের স্ত্রী।

বুধবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৬  সেপ্টেম্বর) সন্ধায় সাঁথিয়া থানায় নাজমা বেগম বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নাজমা বেগম বলেন, সপ্তাহ খানেক আগে আমার পার্শ্ববর্তী এলাকায় জুয়া খেলার অপরাধে কয়েকজনকে পুলিশ আটক করে। তারা মনে করেছে যে পুলিশকে আমি খবর দিয়েছি। এজন্য তাদের আটক করে নিয়ে গেছে। তারা কারাগার থেকে বের হয়ে এসে আমাকে দেখে নেয়ার হুমকি দেয়।

তিনি বলেন, বসতবাড়ির পাশেই পুকুর হওয়ায় আমি প্রতি রাতেই জানালা খুলে দেখি কেউ কোনো ক্ষতি করে কীনা। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুকুরের পানির শব্দ পেয়ে জানালা খুলতেই দেখি এলাকার লিটন, শাহীন, নুর আলম, শফিকুল ও মঞ্জু পুকুরের আশপাশে ঘুরছে। কিন্তু আমি ভয়ে তাদের মুখোমুখি হইনি। তখনই আমার সন্দেহ হয়। সেই সন্দেহ নিয়েই আমি ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি পুকুরে মরা মাছ ভেসে উঠে সাদা হয়ে আছে। এতে আমার প্রায় ৫ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

সাঁথিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. স্বপন হোসেন বলেন, কিছু দুষ্কৃতকারীরা এই নারীর মাছের পুকুরে বিষ প্রয়োগ করে সর্বনাশ করেছে। এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো ঘটনা নয়। অপরাধী যেই হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি।

সাঁথিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার বিষয়ে একজন নারী চাষি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠিয়েছিলাম। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তবে শক্রতার কারণে এমন কাজ করা সঠিক হয়নি বলে জানান তিনি।

 

11 responses to “পাবনার সাঁথিয়ায় নারীর পুকুরে বিষ ঢেলে ৫ লাখ টাকার মাছ হত্যা”

  1. Incredible! This blog looks just like my old one! It’s on a completely different subject but it has pretty much the same layout and
    design. Outstanding choice of colors!

  2. Aw, this was a very good post. Taking the time and
    actual effort to make a top notch article… but what can I say… I
    put things off a whole lot and never seem to get anything done.

  3. js加固 says:

    js加固 hello my website is js加固

  4. d 13 38 says:

    d 13 38 hello my website is d 13 38

  5. sin88 says:

    sin88 hello my website is sin88

  6. misanga says:

    misanga hello my website is misanga

  7. Jpopmix says:

    Jpopmix hello my website is Jpopmix

  8. animet says:

    animet hello my website is animet

  9. okela says:

    okela hello my website is okela

  10. best188 says:

    best188 hello my website is best188

  11. ifia says:

    ifia hello my website is ifia

Leave a Reply

Your email address will not be published.

x